নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আচমকা হাওড়া-বর্ধমান কর্ড শাখার বেলমুড়ি স্টেশনের চল্লিশ নম্বর রেলগেটের কাছে রেল লাইনের মাঝে বড়ো ফাটল দেখা দেয়। যাত্রীরা ফাটল দেখতে পেয়ে রেলের গেটম্যানকে খবর দেন। এরপর গেটম্যানই সিগনাল রেড করে ট্রেন দাঁড় করিয়ে দেয়। ফলে ট্রেনটি যাত্রী সহ বেশ কিছুক্ষণ লাইনেই দাঁড়িয়ে থাকে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পর তড়িঘড়ি লাইন মেরামত করার কাজ শুরু হয়। ফলে প্রায় আধ ঘণ্টা ১২৫০৯ আপ এসএমভিটি(ব্যাঙ্গালোর) গুয়াহাটি এক্সপ্রেস দাঁড়িয়ে থাকে। জানা যায়, এক্সপ্রেস ট্রেনটি বেঙ্গালুরু থেকে হাওড়া এসে গুয়াহাটির দিকে ফিরে যাচ্ছিল। তবে তৎপরতার সাথে লাইন মেরামতের কাজ করে পুনরায় ট্রেন চালু করা হয়েছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত এই প্রসঙ্গে জানান, ‘‘তাপমাত্রার তারতম্যের জন্য এভাবে রেল লাইনে ফাটল দেখা দেয়।’’
Sponsored Ads
Display Your Ads Here