মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার বনগাঁ থেকে শিয়ালদহগামী ৮টা ৮ মিনিটের লোকাল ট্রেন ৮টা ৩৫ মিনিট নাগাদ মছলন্দপুর স্টেশন চলে যাওয়ার পর মছলন্দপুর ও সংহতি স্টেশনের মাঝে আপ লাইন বসে যাওয়ায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রেললাইনে ত্রুটি দেখা দেওয়ায় নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হয়।
পূর্ব রেল সূত্রে খবর, সারারাত বৃষ্টির জেরে রেললাইনের মাটি বসে যাওয়ার জেরে আপ লাইনের সব ট্রেন বন্ধ থাকে। আর ডাউন লাইনের ট্রেন ধীর গতিতে চললেও লাইন সারানোর কাজের জন্য তাও সাময়িক ভাবে বন্ধ হয়ে একাধিক ট্রেন আটকে যায়। এছাড়া বেশ কয়েকটি বনগাঁ লাইনের ট্রেন বাতিল করে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here