Indian Prime Time
True News only ....

রেল অবরোধের জেরে ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ফের শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ। এদিন মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে দক্ষিণ বারাসাত স্টেশনে বহু যাত্রীদের রেল অবরোধ করতে দেখা যায়। ফলে সাতসকালেই বেশ কিছুক্ষণের জন্য শিয়ালদহ দক্ষিণের লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর জেরে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন।

প্রতিবাদীদের অভিযোগ, “অফিস টাইমে ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে এমনিই ভোগান্তির শেষ থাকে না। এরইমধ্যে মহিলা কামরা বাড়ানোর ফলে পুরুষ যাত্রীদের সমস্যা আরো বেড়েছে। আবার জেনারেল কোচেও ভিড় বাড়ছে।” এদিন সকালবেলা ৭টা ৩০ মিনিট থেকে এরই প্রতিবাদে প্রতিবাদীরা প্লাকার্ড হাতে লাইনে নেমে বিক্ষোভ শুরু করেন। যার কারণে আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, দক্ষিণ বারাসাতের পাশাপাশি ধপধপি স্টেশনেও রেল অবরোধ শুরু হয়।

আবার মথুরাপুর স্টেশনেও অবরোধ চলে। কয়েকশো যাত্রী রেল লাইনের উপরে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘক্ষণ এই প্রতিবাদ চলে। তবে লক্ষ্মীকান্তপুর ও নামখানা লাইনেই সবথেকে বেশী অবরোধের প্রভাব দেখা যায়। আশপাশের স্টেশনেও একাধিক লোকাল দাঁড়িয়ে যায়। জিআরপি এবং রেল আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালানো শুরু করেন।

Get real time updates directly on you device, subscribe now.