নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল রাত ১টা ৩০ মিনিট নাগাদ বালিবোঝাই লরির সঙ্গে আপ রাধিকাপুর এক্সপ্রেসের সংঘর্ষে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরী হয়। তবে চালকের তৎপরতায় ট্রেনটি বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই লাইন দিয়ে ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেল সূত্রের খবর, আপ রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাওয়ার সময় ফরাক্কার বল্লালপুর সেতুর নীচ থেকে আচমকা একটি বালিবোঝাই লরি চলে আসে। এরপর ট্রেনের চালক আপৎকালীন ব্রেক কষে ট্রেনটিকে থামানোর চেষ্টা করেন৷ কিন্তু তাতেও ট্রেনটি বালিবোঝাই লরিতে ধাক্কা লাগে। এতে লরিটি একেবারে দুমড়েমুচড়ে যায়।
এদিকে ট্রেনের ব্রেক কষতেই ইঞ্জিনে দাউ দাউ করে আগুন লেগে যায়। ইঞ্জিনের চাকাও লাইনচ্যুত হয়। আর ট্রেনের ধাক্কায় রেললাইনের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়। প্রবল ঝাঁকুনির কারণে যাত্রীদের ঘুমও ভেঙে যায়। এই দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে কারোর আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। তারপর রেল পুলিশ ও ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন।
এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে এক ঘণ্টার মধ্যে আগুন আয়ত্তে আনেন। রেলের উচ্চপদস্থ কর্তারাও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। কিন্তু মুর্শিদাবাদে উত্তরবঙ্গগামী রেল লাইনে বার বার মালবাহী লরি চলে আসায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রেল কর্তারা দুর্ঘটনা রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবী করেছেন।