নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছেন ২ জন বালক। মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জের একটি লিচুবাগানে এই ভয়ানক ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালবেলা ওই দু’জন বালক লিচু বাগান দিয়ে কাঠ কুড়োতে গিয়েছিল। সেই সময় একটি বোমকে বল ভেবে ছোঁড়ে। এরপর তৎক্ষণাৎ বোমাটি ফেটে যায়। তারপর দ্রুত এলাকাবাসীরা ঘটনার শব্দ শুনে ছুটে এসে আহত ওই দু’জন বালককে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকন্দ্রে নিয়ে গেলে একজন বালককে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলেও অপর একজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আছে।
এই ঘটনায় কালিয়াচক থানার পুলিশকে খবর দেওয়া হলে এক পুলিশ আধিকারিক জানান, “বোম স্কোয়াডকে খবর দেওয়ার পর প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে স্বতঃপ্রনোদিত মামলা রজু করে কে বা কারা বোমা মজুত করেছিল তা নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে”।