নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার ভুতনি থানার আলাদিয়া ধিনতলা এলাকায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক বৃদ্ধার। মৃত বৃদ্ধার নাম মহামনি মন্ডল বয়স ৮৭ বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে মালদায় প্রচন্ড ঠান্ডা পড়েছে। আর এই কারণেই গতকাল রাতেরবেলা ওই বৃদ্ধা নিজের বাড়িতে আগুন পোহাচ্ছিলেন। কিন্তু হঠাৎই আগুন পোহাতে গিয়ে সারা শরীরে আগুন লেগে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ওই বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেরবেলাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু আজ ভোরবেলা চিকিৎসা চলাকালীন ওই বৃদ্ধার মৃত্যু হয়। তারপর মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মায়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Sponsored Ads
Display Your Ads Here