নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আর মাত্র দুই দিনের অপেক্ষা। এরপর আগামী ২৬ শে সেপ্টেম্বর থেকে টয় ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। আর ওই দিন থেকে টয় ট্রেনে একটি এসি কোচও থাকবে। যা পুজোর মরসুমে পর্যটনপ্রেমীদের কাছে এক দারুণ সুখবর।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্র অনুযায়ী, ১৭ মাইল এলাকায় ধসের কারণে গত ৩ রা সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি-দার্জিলিং রুটে টয় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ধস সরিয়ে বিভিন্ন সময়ে ওই ট্রেন চালানোর পরিকল্পনা করলেও তাও কার্যকর হয় না। তবে প্রায় ২৩ দিন পর আবারও শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা চালু হচ্ছে।
এই খবরে পর্যটন ব্যবসায়ীরাও আশার আলো দেখতে শুরু করেছেন। শিলিগুড়ি থেকে সোমবার, বুধবার ও শনিবার এসি কোচে যাওয়া যাবে। এছাড়া দার্জিলিং থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার এসি কোচে পর্যটকরা যেতে পারবেন।