নয়া দিল্লিঃ নিজস্ব সংবাদদাতাঃ করোনার জেরে বিপর্যস্ত গোটা দেশ। দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। ফলে এই অবধি দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ হাজার ৬২ হাজার ৭৯৩ জন। আর গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জন। অর্থাৎ মৃতের হার বৃদ্ধি পেয়ে ১.২৯ শতাংশে দাঁড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আবার অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন। তার ফলে দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭ জন। সুতরাং সুস্থতার হার বৃদ্ধি পেয়ে ৯৬.০৩ শতাংশ এসে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমেছে ২৮ হাজার ৮৪ জন। যার ফলে দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬ জন হয়েছে। এছাড়া অ্যাক্টিভ আক্রান্তের হার কমে ২.৬৮ শতাংশ হয়ে দাঁড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereএর পাশাপাশি দেশ জুড়ে মোট করোনা ভ্যাক্সিন দেওয়া হয়েছে ২৬ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৩৯৯ জনকে। আর একদিনে মোট ভ্যাক্সিন পেয়েছে ৩২ লক্ষ ৫৯ হাজার ৩ জন মানুষ।