নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ পড়ুয়াদের মিছিলকে কেন্দ্র করে আবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠলো। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবীতে বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির দোরগোড়ায় সেই মশাল মিছিল পৌঁছে গেল। আর পুলিশ তাতে বাধা দেওয়ায় পুলিশের সাথে পড়ুয়াদের ধস্তাধস্তিও হয়।
উল্লেখ্য যে, মঙ্গলবারই পড়ুয়াদের বিক্ষোভকে কেন্দ্র করে বিশ্বভারতীতে উত্তেজনা ছড়িয়েছিল। পড়ুয়াদের একাংশ বাড়ি থেকে উপাচার্যের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখায়। ফলে বিশ্বভারতী কর্তৃপক্ষের আবেদন মেনে বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে শান্তিনিকেতন থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই কারণে গতকাল বিক্ষোভকারীরা বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। প্রসঙ্গত, উপাচার্যের পদত্যাগের দাবীতে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় না বসায় গত ২৪ শে ডিসেম্বর থেকে বিদ্যুৎ চক্রবর্তীর বাংলোর কিছুটা দূরে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ জারি রয়েছে। আর এই আন্দোলনের জেরে বিদ্যুৎ চক্রবর্তী কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here