পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ে এক তৃণমূল নেতা ও তার সঙ্গী গুলিবিদ্ধ হয়েছিলেন। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গতকাল ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে দুষ্কৃতী তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সূত্রের ভিত্তিতে জানা যায়, গতকাল রাত ৮ টা নাগাদ তৃণমূল নেতা বাদল নস্কর জয়নগর থানা এলাকা দিয়ে বাইকে চেপে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হন। এমনকি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রত্যক্ষদর্শীরা বলছেন, “বাদলবাবুকে প্রায় ৩০ জনের একটি দল ঘিরে ধরে। এরপর দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকলে গুলি লেগে বাইক থেকে ছিটকে পড়ে পালানোর চেষ্টা করতেই তাকে ধরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পাশাপাশি বাদলবাবুর বাড়ির সামনেই বোমাবাজি চলতে থাকে”।
Sponsored Ads
Display Your Ads Here
বাদলবাবুর চিত্কার শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসলে তৎক্ষণাৎ দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারপর এলাকার বাসিন্দাদের তৎপরতায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে আসা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবার সূত্রে জানা যাচ্ছে, এর আগেও বাদলবাবুর উপর দু’বার হামলা করা হয়েছিল। যদিও পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু চালিয়ে যাচ্ছে।