নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কালীগঞ্জের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ এবং তাঁর ছেলে বিমল শেখকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার রাতে। গত সোমবার বোমার আঘাতে কালীগঞ্জে নাবালিকা তামান্নার মৃত্যু হয়। সেই ঘটনায় মোট ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৪ জনের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয় বাবা ও ছেলেকে। এদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে আদালতে। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এখনও ১৫ জনের কোনও খোঁজ নেই। অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূলকর্মী বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, ধৃত তৃণমূল বুথ সভাপতি গাওয়াল শেখ ঘটনার পর ভাগীরথী নদী পার করে পালিয়ে যায় বর্ধমান জেলার কাটোয়ায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে।

নিহত ছাত্রী তামান্না খাতুনের মা জানিয়েছেন, যাঁরা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের সবাইকেই তিনি চেনেন। সে কথা পুলিশকে তিনি বলেছেন। কিন্তু তারপরেও কেন ধরা যাচ্ছে না? তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলছেন, “পুলিশকে তো একশোবার বলা হয়েছে কারা ছিল। ওখানে। আমি তো চিনি সবাইকে।” এদিকে, শাসক দলের বিধায়ক তাঁর হাতে টাকা দিতে গেলে প্রতিবাদ জানিয়েছেন তিনি। ফিরিয়ে দিয়েছেন সেই টাকা।
Sponsored Ads
Display Your Ads Here












