সাগরদিঘীতে বিজেপি প্রার্থী সহ কর্মীদের হামলা চালায় তৃণমূল
কৌশিক চন্দ্র অধিকারীঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সাগরদিঘীর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাফুজা খাতুনের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমুল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে বিজেপি প্রার্থী সহ বিজেপি নেতৃত্ব সাগরদিঘী থানার সামনে বিক্ষোভ দেখায়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের মোরগ্রাম অঞ্চলের শাওড়াইল গ্রামে ভোট প্রচারের সময় বিজেপি প্রার্থী মাফুজা খাতুন সহ বিজেপি নেতা কর্মীদের উপর হামলা চালায়। তাদের রাস্তাও আটকে দেওয়া হয়।
এছাড়া আরো অভিযোগ ওঠে যে, পুলিশের প্রত্যক্ষ মদদেই এই হামলা চালানো হয়েছে।তারই প্রতিবাদে বিজেপির তরফ থেকে সাগরদীঘি থানার সামনে দুষ্কৃতীদের গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবীতে বিক্ষোভ করা হয়। এমনকি বৃহৎত্তর আন্দোলনের হুমকিও দেওয়া হয়।