বাড়ানো হলো বিনামূল্যের রেশন প্রকল্পের মেয়াদ

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে যোগী আদিত্যনাথ দ্বিতীয় বার শপথ নিয়েই বিনামূল্যে রেশন দেওয়ার কর্মসূচীর মেয়াদ বাড়ালেন। আজ যোগী আদিত্যনাথ লখনউয়ের লোকভবনে নয়া মন্ত্রী সভার প্রথম বৈঠকের পর রাজ্যবাসীর স্বার্থে আগামী তিন মাসের জন্য ‘গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প’ চালু রাখা হবে বলে ঘোষণা করেছেন।

করোনা পরিস্থিতিতে যোগী সরকার রাজ্যের দরিদ্র পরিবারগুলিকে বিনাপয়সার আনাজ, খাদ্যশস্য ও ভোজ্যতেল সরবরাহ করার সরকারী প্রকল্প চালু করেছিলেন। গত বছর নভেম্বর মাসে ‘গরীব কল্যাণ অন্ন যোজনার’ মেয়াদ চলতি বছরের হোলি অবধি বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন।


আর সেই বিষয়কে কটাক্ষ করে রাজ্যের বিরোধী নেতারা বলেছিলেন, ‘‘উত্তরপ্রদেশে বিধানসভা ভোট ‘পাখির চোখ’ করেই এই পদক্ষেপ। ভোট মিটলেই বন্ধ করা হবে বিনামূল্যে রেশন বিতরণ।’’ কিন্তু ভোটের প্রচার পর্বে সেই অভিযোগ খারিজ করে বিজেপি জানিয়েছিল, যতদিন না করোনা পরিস্থিতি ঠিকঠাক হচ্ছে ততদিন ওই পরিষেবা জারি থাকবে।

এদিন যোগী সরকার বলেন, ‘‘আমাদের রাজ্যের ১৫ কোটি মানুষ ওই পরিষেবার ফলে উপকৃত হচ্ছেন। আমরা তাদের স্বার্থে বিনামূল্যের রেশন কর্মসূ্চীর মেয়াদ আরো তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’ 


অন্য দিকে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, ‘‘বিনামূল্যে রেশন কর্মসূচীর জন্য ৩ হাজার ২৭০ কোটি টাকা খরচের সিদ্ধান্ত মন্ত্রী সভার বৈঠকে অনুমোদিত হয়েছে।’’ 


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930