পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ সাতসকালবেলা দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের শাকশহর এলাকায় চায়ের দোকান থেকে গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে হইচই শুরু হয়ে যায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম জব্বার মোল্লা। বয়স ৫৫ বছর। জানা যাচ্ছে, জব্বার মোল্লারই ওই চায়ের দোকান ছিল।
স্থানীয় সূত্রে খবর, নিত্যদিন জব্বার মোল্লা দোকান খুলতেন। কিন্তু সোমবার দোকান খুলতে দেখা যায়নি। আর তার ছেলে অন্য একটি চাবি দিয়ে দোকান খোলেন। তখনই জব্বর মোল্লার গলা কাটা দেহ পড়ে থাকতে দেখে। আর চারপাশে চাপ চাপ জমাট বাধা কালচে রক্ত পড়েছিল। এমনকি শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো একাধিক আঘাতের চিহ্নও ছিল। তবে এই খবর প্রকাশ্যে আসতেই দোকানের সামনে জমায়েত বাড়তে থাকে।
পাশাপাশি ভাঙড় থানার পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর এই খুন কি কারণে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা, তাও জানার চেষ্টা চলছে।