নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ সকালে দিল্লির আরকে পুরম এলাকার একটি নামী বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে হুমকির ফোন আসে। বলা হয়, ‘বিদ্যালয়ে বোমা রাখা আছে। বোমা দিয়ে বিদ্যালয় উড়িয়ে দেওয়া হবে।’ হঠাৎ এমন উড়ো ফোন আসতেই আতঙ্ক তৈরী হয়। পাশাপাশি এই খবর চাউর হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ হুমকি পাওয়ার পরই পুলিশকে খবর দেন। আর দ্রুত পড়ুয়াদের বিদ্যালয় থেকে বের করে পুরো বিদ্যালয় খালি করে দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করেছে। বম্ব স্কোয়াডও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। পুলিশ সূত্রে খবর, প্রায় দু’ঘণ্টা ধরে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয় কিন্তু কোথাও কোনো কিছু পাওয়া যায়নি।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কেউ আতঙ্ক সৃষ্টি করতে ইচ্ছাকৃত এই ফোন করেছেন। কোথা থেকে ফোন এসেছিল তা চিহ্নিত করার চেষ্টা চলছে। এর আগেও বেশ কয়েক বার দিল্লির একাধিক বিদ্যালয়ে বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল। তবে বোমা বা বিস্ফোরক কিছুই পাওয়া যায়নি।