নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ এবার চোরেরা চুরি করতে এসে শুধুমাত্র চুরি করেই থেমে থাকছেন না। চুরি করতে গিয়ে কখনো ডিম-ভাত রান্না করছেন তো কখনো বা মদ-মাংস দিয়ে পিকনিক করছেন। যা দেখে একেবারে হতবাক ময়নাগুড়িবাসীর একাংশ।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, গতকাল ভোর ৩ টে ৩০ মিনিট নাগাদ চোরেরা ময়নাগুড়ির পোষ্ট অফিস মোড়ের কাছে একটি রেস্টুরেন্টে সিসিটিভি ক্যামেরা ভেঙে চুরি করতে ঢোকে। এরপর চোরেরা রেস্টুরেন্টে থাকা নগদ কিছু অর্থ সহ মূল্যবান আসবাবপত্র, চালের বস্তা ও ঘি নিয়ে চলে যায়। এখানেই শেষ নয়। তারপর চোরেরা মদ নিয়ে এসে দোকানে থাকা মাছ-মাংস দিয়ে পিকনিক করে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, গত ২৩ শে জুন ময়নাগুড়ির সুভাষ নগর এলাকায় ভাড়াটিয়াদের অনুপস্থিতিতে ভোলাবাবুর বাড়িতে চোরেরা চুরি করতে এসে রীতিমতো বাড়ির মতো করে ডিম-ভাত রান্না করে কিন্তু তা সময়ের অভাবে খেতে পারেনি। ওই ঘটনায় চোরেরা দুই ভাড়াটিয়ার ঘর থেকে প্রায় ৫০ হাজার টাকার মতো সামগ্রী নিয়ে চম্পট দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
দুটি ঘটনার বিষয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশও চোরদের এই ধরণের কান্ডে একেবারেই যেন হতভম্ভ হয়ে পড়েছেন। যদিও এই ঘটনায় কারা জড়িত তা নিয়ে পুলিশী তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here