অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল টেট পরীক্ষার দিন ঘোষণা করলেন৷ গৌতম পাল জানান, ‘‘চলতি বছর আগামী ১০ই ডিসেম্বর টেট পরীক্ষার আয়োজন করা হবে। পর্ষদের ওয়েবসাইটেও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ৭টা থেকে পরীক্ষার্থীরা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে টেটের ফর্ম পূরণ করতে পারবেন।’’
পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যারা বিএড করেছেন, তারা টেটে বসতে পারবেন না। তবে যারা ডিএলএড সহ প্রাথমিক শিক্ষকের অন্য প্রশিক্ষণ নিয়েছেন, তারা টেট দিতে পারবেন। এছাড়া গত বছরের টেটে যারা অকৃতকার্য হয়েছিলেন, তারাও নতুন করে ফর্ম পূরণ করতে পারবেন।
Sponsored Ads
Display Your Ads Here
তাছাড়া জানানো হয়েছে, ২০২১-২৩ সালের ডিএলএড পরীক্ষার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। ১৫০টি কেন্দ্রে প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থী ছিলেন। এই পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, পাঁচ বছর পর গত বছর ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা হয়েছিল। ওই পরীক্ষা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here