নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ সোমবার বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে থাকাকালীন ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় পরিবারের তরফে সিবিআইকে দায়ী করেছে। সিবিআই একে আত্মহত্যা বলে দাবী করলেও লালনের স্ত্রী তার স্বামীকে খুন করা হয়েছে বলে দাবী করেন।
প্রথমে সিবিআই আধিকারিকদের গ্রেফতারীর দাবী করে দেহ নিতে রাজি না হলেও এই মামলাটি সিআইডি নেওয়ার পর আজ লালনের দেহ পরিবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রহণ করে বগটুই গ্রামের উদ্দেশ্যে নিয়ে যায়।
কিন্তু মৃতদেহ নিয়ে যাওয়ার সময় সিবিআইয়ের অস্থায়ী শিবিরের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি শিবিরে প্রবেশ করতে ধস্তাধস্তিও শুরু হয়। বিক্ষোভকারীরা জানান, “সিবিআই আধিকারিকদের গ্রেফতার না করা অবধি এই বিক্ষোভ চলবে।” প্রায় ৩০ মিনিট ধরে বিক্ষোভ চলে। পরে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশী হস্তক্ষেপ লাগে।
অন্য দিকে লালনের মৃত্যুর ঘটনায় তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশের এফআইআরকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে গিয়েছে। আর দ্রুত শুনানির আবেদন করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদিনই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।