অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ উত্তুরে হাওয়ায় আজ সকাল থেকেই শরীরে কাঁপুনি ধরাচ্ছে। তাই রাজ্যে যে শীতের আমেজ পড়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই মরশুমে প্রথমবার কলকাতার পারদ কুড়ির নীচে নেমেছে। আলিপুরের তাপমাত্রা ১৯.৩ ডিগ্রীতে। আর পশ্চিমাঞ্চলে তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রী থেকে ১৫ ডিগ্রীর ঘরে। এছাড়া পুরুলিয়ার পারদ ১২.৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে গিয়েছে। কিন্তু এখনই পুরোপুরি শীত আসছে না। মাঝ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের আশা নেই বলে আবহবিদরা মনে করেছেন।
তবে আগামী দুই থেকে তিন দিনে পুরুলিয়াতে তাপমাত্রার পারদ অনেকটাই কমবে। এদিন দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদে মাঝারী কুয়াশা লক্ষ্য করার পাশাপাশি কম-বেশী সব জেলাতেই কুয়াশার ঘনঘটা দেখা গিয়েছে। উত্তরবঙ্গের দুই জেলায় সকাল থেকেই ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। মালদা এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশী থাকছে। শনিবারের পাশাপাশি রবিবারও বিহার সংলগ্ন এই দুই জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে। দৃশ্যমানতা কমে পঞ্চাশ থেকে দু’শো মিটার হতে পারে।
উল্লেখ্য, আগামী সাত দিন আবহাওয়া একইরকম থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। যদিও রাতেরবেলা তাপমাত্রার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পারাপতন দেখা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ শতাংশ থেকে ৯৩ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে।