অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার শীতের আগমন ঘটেছে। চড়চড়িয়ে পারদ নামছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়ছিল না। কিন্তু এবার হাড়হিম করা শীত পড়তে চলেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় একটু একটু করে তাপমাত্রা কমতে শুরু করেছে। আর কুয়াশার চাদরও সরে যাচ্ছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, “কাশ্মীরে তুষারপাত বেড়ে যাওয়ায় উত্তুরে হাওয়ার জোর বাড়বে। আগামী তিন দিনে প্রায় তিন ডিগ্রী তাপমাত্রা কমার আশা রয়েছে। অর্থাৎ আগামী ২৫ শে ডিসেম্বর, বড়দিন থেকে জমিয়ে শীতের পূর্বাভাস থাকছে।” আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রী সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রী সেলসিয়াস বেশী। বড়দিনের পরই কলকাতার তাপমাত্রা তেরো ডিগ্রী সেলসিয়াসে নামতে পারে। আর পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ন’ডিগ্রী সেলসিয়াসে নামতে চলেছে।

তবে এখনো উত্তরবঙ্গে কুয়াশার দাপট রয়েছে। এদিন ডুয়ার্সের একাধিক এলাকায় জাঁকিয়ে শীত পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত ও কুয়াশার দাপট দুই বেড়েছে। রাজ্য সড়ক থেকে জাতীয় সড়ক সর্বত্রই প্রায় দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি। আলো জ্বালিয়ে যানবাহন চলছে। সড়কে খুব কম সংখ্যক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









