চয়ন রায়ঃ কলকাতাঃ এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রী সেলসিয়াস নেমে গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ প্রায় চোদ্দ ডিগ্রী সেলসিয়াসের ঘর ছুঁইছুঁই। অতএব রাজ্যের সবপ্রান্তেই শীতের আমেজ পড়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, “আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। আর সেই সাথে উত্তুরে হাওয়ার দাপট চলবে।”

রবিবারই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াসের নীচে নেমে গিয়েছিল। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রী সেলসিয়াসের ঘরে ছিল। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রী সেলসিয়াস হয়েছিল। যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রী সেলসিয়াস কম। কোথাও কোথাও সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকলেও দিনভর আকাশ পরিষ্কারই ছিল। আর আজ তাপমাত্রা আরো কমে ১৭ ডিগ্রী সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রী সেলসিয়াস কম।

এদিন কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমেছে। দার্জিলিঙেও তাপমাত্রার পারদ ৮ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। হাওয়া অফিস মারফত জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা খুব বেশী হ্রাসের সম্ভাবনা নেই। আর এখনো জাঁকিয়ে শীত পড়তে দেরী আছে।
Sponsored Ads
Display Your Ads Here









