রাজ্যের আবেদন খারিজ করে সায়নের জামিন মঞ্জুর করলো শীর্ষ আদালত

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর আহ্বায়ক সায়ন লাহিড়ীর জামিন বাতিলের আবেদন করেছিল রাজ্য। সুপ্রিম কোর্টে এই আবেদন জানায় তারা। রাজ্য সরকারের আর্জি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। সায়ন লাহিড়ী ইস্যুতে ফের ধাক্কা রাজ্যের।

রাজ্য সরকারের তরফে আইনজীবীর এদিন যুক্তি ছিল, নিম্ন আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ার পরে ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে সায়নকে। এর ফলে এই মামলায় তদন্তের সুযোগ পায়নি পুলিশ। নবান্ন অভিযানের কোনও অনুমতি নেওয়া হয়নি। পুলিশ নিজেদের তরফে কর্মসূচির তথ্য চেয়েছিল। কিন্তু কোনও জবাব দেওয়া হয়নি।


রাজ্যের তরফে আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ চলতে পারে। কিন্তু ২৭ অগস্ট নবান্ন অভিযান ছিল সম্পূর্ণ হিংসাত্মক। ৪১ জন পুলিশ আধিকারিক গুরুতর জখম হন। রাজ্য়ের বক্তব্য, সায়নকে শুধু জামিনই দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী কোনও পদক্ষেপ যেন না করা হয় তেমনও বলা হয়েছে। এ ধরনের নির্দেশ দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষা দায় হয়ে দাঁড়াবে।


এরপরই সুপ্রিম কোর্ট জানতে চায়, অভিযুক্ত কি একাই ব্যক্তিগতভাবে পুলিশ কর্মীদের উপর হামলায় যুক্ত? রাজ্য জবাব দেয় ‘না’। তবে সায়ন অন্যতম আহ্বায়ক বলে জানায় রাজ্য। সুপ্রিম কোর্ট জানায়, তাহলে তাঁর জামিন পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রাজ্য সরকারের তরফে আইনজীবীর আরও দাবি ছিল, নবান্ন অভিযানে মাত্র তিনজন আয়োজক হিসাবে প্রেস কনফারেন্স করে সামনে এসেছেন। কিন্তু তাঁদের নেপথ্যে অন্য কেউ আছে। তাঁর সঙ্গে ধৃতর কী সম্পর্ক তা তদন্ত করছিল পুলিশ।


বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ জানতে চায়, এক্ষেত্রে কতগুলি এফআইআর করা হয়েছে? একইসঙ্গে পর্যবেক্ষণে জানান, এই মামলা জামিন পাওয়ার উপযুক্ত। হাইকোর্টের নির্দেশে বলা আছে, আদালতের নির্দেশ নিয়ে পুলিশ পদক্ষেপ করতে পারবে। সেক্ষেত্রে তদন্তের রাস্তা বন্ধ করা হয়নি।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031