অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ জল্পনা সত্যি করে আজ স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানালো যে গরমের ছুটি আরো ১১ দিন বাড়িয়ে আগামী ২৬ শে জুন অবধি করা হয়েছে। যা আগে ১৫ ই জুন পর্যন্ত গরমের ছুটির সিদ্ধান্ত জানানো হয়েছিল।
উল্লেখ্য, দীর্ঘ দিন করোনা পরিস্থিতির জেরে বিদ্যালয় বন্ধ থাকলেও চলতি বছর প্রচণ্ড গরমের জেরে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হয়েছিল। যা নিয়ে বিভিন্ন মহলে এই সিদ্ধান্ত সমালোচিত হয়েছিল।
কিন্তু গতকাল উত্তর চব্বিশ পরগণার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানি সহ অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন।
তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যালয়ের পড়ুয়াদের সুরক্ষার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেন। ফলে এই অত্যধিক গরমে বিদ্যালয়ের পড়ুয়ারা অসুস্থ হয়ে যেতে পারে সেই আশঙ্কায় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ব্যবস্থা নিতে বলেন।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুর সঙ্গে সরকারী, সরকার পোষিত ও সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে গরমের ছুটি আরো বাড়ানো নিয়ে কথা বলেন। এর পরিপ্রেক্ষিতেই শিক্ষা দপ্তর এই পদক্ষেপ গ্রহণ করেছে।