নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার ইংরেজবাজার থানার মিল্কি গ্রাম পঞ্চায়েতের পাঠাকপাড়া এলাকায় এক কলেজ পড়ুয়ার কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত কলেজ পড়ুয়া ১৯ বছর বয়সী স্থানীয় মথুরাপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র জীবন ঘোষ।
পরিবার সূত্রে জানা গেছে, পরিবারে দুই ভাই-বোনের মধ্যে জীবনই সবচেয়ে বড়ো। প্রত্যেক দিনের মতো গতকালও রাতেরবেলা সে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে যায়। অন্যান্য দিনের মতো সকালবেলা পরিবারের অন্যান্য সদস্যরা ডাকাডাকি করলে কোনো আওয়াজ পাওয়া যায় না।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ঘরের ভিতরে গিয়ে দেখা যায় যে জীবন অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তারপর তড়িঘড়ি জীবনকে উদ্ধার করে চিকিত্সার জন্য মিলকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত চিকিত্সকেরা ওই কলেজ পড়ুয়া মৃত বলে ঘোষণা করে মৃতদেহটি মালদা মেডিকেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই মৃত্যুর কারণ জানতে পুলিশী তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here