নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ ঝাড়খণ্ডের রাঁচির টুপুদানা এলাকায় গাড়ি তল্লাশির সময় একটি দ্রুত গতির পিকআপ ভ্যান কর্তব্যরত মহিলা সাব ইনসপেক্টর সন্ধ্যা টোপনোকে পিষে মেরে ফেলেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ গরু পাচারের খবর পেয়ে আজ ভোররাত ৩ টে নাগাদ সন্ধ্যা টোপনো পুলিশের একটি দলকে নিয়ে টুপুদানা এলাকায় তল্লাশিতে বেরিয়ে পড়েন। এরপর গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে দাঁড় করাতে যান।
কিন্তু গাড়ির চালক গাড়িটিকে দাঁড় না করিয়ে তাকে ধাক্কা মেরে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যান। এর জেরে সন্ধ্যা টোপনো গাড়ির চাকার তলায় একেবারে পিষ্ট হয়ে মারা যান।
জেলা পুলিশের এসএসপি কুশল কুমার জানান, “সন্ধ্যা টোপনো টুপুদানা ফাঁড়ির দায়িত্বে ছিলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি ঘাতক গাড়িটিকেও আটক করা হয়েছে।”