নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীবাসে দুষ্কৃতীদের অবাধ আনাগোনার অভিযোগ উঠেছে। এর জেরে মাতঙ্গিনী ভবন হস্টেলের ছাত্রীরা নিরাপত্তার দাবীতে হস্টেলের বাইরে বিক্ষোভ দেখাল।
পড়ুয়াদের অভিযোগ, ‘‘বৃহস্পতিবার রাতেরবেলা ২ টো নাগাদ এক জন দুষ্কৃতীকে হস্টেলের শৌচাগারে উঁকি দিতে দেখা গিয়েছে। এক জন ছাত্রী তা দেখে ফেলে দুষ্কৃতীকে ধরে ফেলার চেষ্টা করলেও সে পালিয়ে যায়। যদি হস্টেলের মধ্যে এভাবে কেউ ঢুকে পড়ে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
হস্টেলে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রাখা হয়নি কেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়। এদিকে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো লাভ হয়নি। বিক্ষোভের খবর পেয়েই রেজিস্ট্রার দেবাংশু রায় ছুটে এসে জানান, ‘‘ছাত্রীদের ক্ষোভ-অভিযোগ গুরুত্ব দিয়ে শুনেছি। যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করব।’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code