মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সোমবার উত্তর চব্বিশ পরগণার নিউ ব্যারাকপুর থানার অর্ন্তগত এসএন ব্যানার্জি রোড এলাকায় ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে নবম শ্রেণীর ১ জন ছাত্রী আত্মহত্যা করল। এই ঘটনাকে ঘিরে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃতা ছাত্রীর নাম পরশমিতা মজুমদার। বয়স ১৪ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতেরবেলা পরশমিতার মায়ের সাথে মোবাইল দেখা নিয়ে ঝগড়া হয়েছিল। এরপর সে মায়ের বকা খেয়ে চুপচাপ করে নিজের ঘরে শুতে চলে গিয়েছিল। এদিন সকালবেলা পরশমিতার বাবা কাজে বেরিয়ে যান। দাদা কলেজে চলে যায়। আর মা বাড়ির কাজে ব্যস্ত থাকার ফাঁকে পরশমিতা ফ্ল্যাটের ছাদে গিয়ে নীচে ঝাঁপ দিয়ে পড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
হঠাৎ জোরালো শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে প্রতিবেশীরা উঁকি দিয়েছিলেন। আর কিছু একটা পড়তে দেখে পথচলতি কিছু মানুষ জড়ো হয়ে দেখেন মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর চিৎকার-চেঁচামেচি শুরু হতেই পরশমিতার মা ঘর থেকে বেরিয়ে এসে পরশমিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নিউ ব্যারাকপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল হইচই শুরু হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here