নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ গতকাল গভীর রাতেরবেলা ঝাড়গ্রামের ফাঁসিতলায় ছ’নম্বর জাতীয় সড়কের উপর একটি মালবাহী ট্রাক একটি গাড়িতে এসে ধাক্কা মারতেই মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্রী সহ একই পরিবারের চার জন সদস্য পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ওই স্নাতকোত্তরের ছাত্রী পরিবারের সাথে ছত্রিশগঢ় যাচ্ছিল।
জানা গিয়েছে, একটি মালবাহী ট্রাক তাদের গাড়িতে এসে ধাক্কা মারতেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এরপর গাড়িতে থাকা ওই ছাত্রী, তার মা-বাবা-বোন গাড়ির ভিতরেই আটকে পড়েন। এদিকে ঝাড়গ্রাম থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর পুলিশের দীর্ঘক্ষণের চেষ্টায় শেষে গ্যাসকাটার দিয়ে গাড়ির দরজা কেটে আহতদের গাড়ির ভিতর থেকে বের করে আনা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আহতদের প্রাথমিক ভাবে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতির জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সকলেই চিকিৎসাধীন রয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার জয়ন্ত রাউত জানান, “ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। কোমর থেকে নীচের অংশে গুরুতর আঘাত রয়েছে। তবে তার মা ও বোনেরও একই রকম অবস্থা।
Sponsored Ads
Display Your Ads Here