চয়ন রায়ঃ কলকাতাঃ আজ চাকরীহারাদের বিক্ষোভে আবারও শহর অবরুদ্ধ হয়ে পড়েছে। ডিআই অফিস থেকে পাঠানো নামের তালিকায় নাম নেই কেন? এই প্রশ্ন তুলে চাকরীহারাদের একাংশ পথে নামলেন। এদিন চাকরীহারারা স্কুল সার্ভিস কমিশনের দপ্তর তথা আচার্য সদন থেকে শ্লোগান দিতে দিতে সোজা হাজরা মোড়ে এগিয়ে যান। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আটকে দেন।

এরপর হাজরা মোড়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই বিক্ষোভের জেরে অনেকে অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি আদালতের নির্দেশে যোগ্য শিক্ষকদের তালিকা ডিআই অফিসগুলি থেকে দেওয়া হয়েছে। সেখানে যাদের নাম আছে, তাদের বিদ্যালয়ে ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু চাকরীহারাদের একাংশের দাবী, “তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নাম সেখানে নেই। সেই কারণেই এদিনের এই প্রতিবাদ কর্মসূচী।” মূলত, চাকরীহারারা বলতে থাকেন, “শিক্ষা দপ্তর তো কিছু করছে না। তাই আমরা দিদির কাছে যেতে চাই। আমরা তো জিন্দা লাশ হয়ে আছি। মেরে ফেলুক আমাদের। গুলি করে দিক।”