অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন চিড়িয়াখানা বন্ধ ছিল। আজ থেকে ফের কলকাতার আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি দার্জিলিং চিড়িয়াখানা ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটের দরজা খুলে যাওয়া রাজ্যবাসী অত্যন্ত খুশী
আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, “আজ থেকেই দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু প্রবেশের সময় দর্শকদের সমস্ত কোভিড বিধিনিষেধ মানতে হবে। মূল গেটের মুখেই থার্মাল গান দিয়ে প্রত্যেক দর্শকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। প্রত্যেকের মুখে মাস্ক থাকা আবশ্যিক। স্যানিটাইজারও ব্যবহার করতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
চিড়িয়াখানার ভিতরে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক। চিড়িয়াখানায় একসাথে ১০ হাজার থেকে ১২ হাজার দর্শক প্রবেশ করলে কোনো সমস্যা হবে না। তবে বৃষ্টির মরশুমে একসঙ্গে এতো দর্শক নাও হতে পারে বলে মনে করা হচ্ছে”।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে সকাল ১০ টায় দার্জিলিং চিড়িয়াখানা এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট খুলতেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। যদিও সমস্ত রকম কোভিড বিধিনিষেধ মেনে স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here