অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্ন অভিযানে চোখে আঘাত পাওয়া পুলিশ সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে দেখতে আজ রাজ্যের মুখ্যসচীব ভগবতী প্রসাদ গোপালিকা হাসপাতালে এলেন। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, ‘‘নবান্ন অভিযানে একটি চোখ নষ্ট হয়ে যাওয়া ওই পুলিশ অফিসারের দায়িত্ব কে নেবে?’’
নবান্ন সূত্রে খবর, পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেবাশিসবাবুর চিকিৎসার যাবতীয় খরচ বহন করার নির্দেশ দেন। সেই মতো এদিন ভগবতী প্রসাদ গোপালিকা হাসপাতালে গিয়ে দেবাশিসবাবু ও তার পরিবারকে সেই কথা জানিয়ে এসেছেন। এমনকি যদি চোখের চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যেতে হয়, তবে রাজ্য সরকার সেই দায়িত্ব নেবে। একই সঙ্গে দেবাশিসবাবুর কেরিয়ারের ভবিষ্যৎ নিয়েও আশ্বাস দিয়ে এসেছেন।
মূলত, মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ ডাকা নবান্ন অভিযানে দেবাশিসবাবুর ডিউটি চলাকালীন আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে প্রথমে তাদের গাড়ির উইন্ড স্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়। এরপর আরেকটি ইটের আঘাতে তার চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। চোখ থেকে অঝোরে রক্ত বেরোতে থাকে। তারপর দ্রুত দেবাশিসবাবুকে বাইপাসের ধারের বেসরকারী চক্ষু হাসপাতাল শংকর নেত্রালয়ে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।