Indian Prime Time
True News only ....

কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা করতে চায় রাজ্য

- Sponsored -

- Sponsored -

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রাজ্য কলকাতা হাইকোর্টকে গঙ্গাসাগর মেলা নিয়ে নিজের অবস্থান জানাল। রাজ্য হাইকোর্টে গঙ্গাসাগর মেলার পক্ষেই সওয়াল করলো। এই করোনা পরিস্থিতিতে রাজ্য গঙ্গাসাগরে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিতে উদ্যোগী।

- Sponsored -

- Sponsored -

অ্যাডভোকেট জেনারেল গোপাল মুখার্জি হাইকোর্টকে জানায় যে, রোটেশনের ভিত্তিতে স্নান ও দর্শন হতে পারে। ই- স্নান এবং ই- দর্শনে জোর দেওয়া হচ্ছে। পূণ্যার্থীদের র‍্যাপিড অ্যান্টিজেন স্যাম্পেল টেস্ট হবে। সেফ হোম থেকে হাসপাতালের ব্যবস্থা থাকবে। 
এছাড়া গঙ্গাসাগর মেলার পাশের হাসপাতাল আপাতত ভালোই কাজ করছে। সবাইকে দ্বিতীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। ৩৫ টি মেডিকেল ইউনিট রাখা হয়েছে। ১ হাজার ৯৩২ টি কোভিড বেড ক্যাপাসিটি রয়েছে। ১০০ টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। রাজ্য আশা করছে যে গঙ্গাসাগর মেলায় পাঁচ লক্ষ পূণ্যার্থীর বেশী আসবেন না।
এছাড়া অতি সম্প্রতি নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভিরোলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে গবেষণারত রুশ বিজ্ঞানী্রা দাবী করেছিলেন যে, ডিক্লোরিনেটেড বা নোনা জলে করোনাভাইরাস বংশবৃদ্ধি করতে পারে না। এই কারণে রাজ্যও দাবী করছে যে নোনা জলে করোনাভাইরাস হয় না।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored