অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ সহ বাকি চারটি রাজ্যে বিজেপির জয় নিশ্চিত হতেই পশ্চিমবঙ্গ বিধানসভার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফোনে কথাও হয়েছে। আর বিধানসভায় এলেও অধিবেশনে অংশ নেননি।
এদিকে শুভেন্দু অধিকারী বিধানসভার লবিতে বিজেপি বিধায়কদের ধর্নায় অংশ নেন। পরে তিনি ও বিজেপি বিধায়করা অন্যান্য বিধায়কদের সাথে বিজেপির চার রাজ্যে জয়ের আনন্দে বিধানসভার বাইরে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন।
Sponsored Ads
Display Your Ads Hereবিজেপি পরিষদীয় দল সূত্রে জানা গেছে, বিধানসভায় আসার আগেই অমিত শাহের সাথে শুভেন্দু অধিকারীর পাঁচটি রাজ্যের নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে কথা হয়। চারটি রাজ্যে সরকার গঠনের জন্য অমিত শাহকে শুভেন্দু অধিকারী শুভেচ্ছাও জানান।
এদিন শুভেন্দু অধিকারী জানান, ‘‘আমাদের সর্বভারতীয় রাজনৈতিক দল। তাই নানা সময়ে আমাদের বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলতে হয়। তবে কোন নেতার সাথে কি কথা হয়েছে আমি সেই বিষয়ে প্রকাশ্যে কিছুই জানাবো না।’’

বিরোধী দলনেতা কিছু বলতে না চাইলেও এক প্রবীণ বিজেপি বিধায়ক বলেন, ‘‘অমিত শাহের সাথে শুভেন্দু অধিকারীর কথার ইঙ্গিত অনুযায়ী বোঝা যাচ্ছে যে রাজ্যের ফলাফলের প্রভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতেও যে পড়বে তা জোর দিয়ে বলা যায়।’’