চয়ন রায়ঃ কলকাতাঃ আজ এসএসকেএম সহ রাজ্যের একাধিক শিক্ষাঙ্গনে ইমেলে বোমা রাখার হুমকি এসেছে। এর মধ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সহ বেসরকারী আরো একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এমনকি, কলকাতা বিমান বন্দর উড়িয়ে দেওয়ারও হুমকি এসেছে। সাত সকালবেলা এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, ইমেলে জানানো হয়েছে এদিন সকালবেলার মধ্যে হাসপাতালে বিস্ফোরণ ঘটানো হবে। এছাড়া এই ইমেলে সারা দেশের মোট পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়কে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে, এসএসকেএম কর্তৃপক্ষ হুমকি চিঠি পেতেই কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে। আর ভবানীপুর থানার পুলিশ কর্মীরাও উপস্থিত হয়েছেন। পাশাপাশি বম্ব ডিসপোজাল স্কোয়াড হাসপাতালে পৌঁছে হাসপাতালের অ্যাকাডেমিক ভবনে প্রবেশ করেছে।
আর সেখানে আদৌ এই ধরণের কোনো বিস্ফোরক হাসপাতালে রাখা হয়েছে কি না তার খোঁজ চালাচ্ছে। অন্যদিকে, ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা যে ইমেল থেকে হুমকি এসেছে তার আইপি অ্যাডড্রেস জানার চেষ্টা করছেন। আর যে অ্যাকাউন্ট থেকে ইমেল এসেছে সেটিই কার? আর কি উদ্দেশ্য পাঠানো হয়েছে? সবটাই ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।