অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ৪ ই মার্চ বারণসী থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে বিভ্রাটের কারণ জানতে চেয়ে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা সি পট্টাভিকে চিঠি দেওয়া হয়েছে। আপাতত ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন ঘটনাটির তদন্ত শুরু করেছে।
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিমান বিভ্রাটের কারণ জানিয়ে বলেন, “আবহাওয়া খারাপ ছিল না। তাই আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেনি। এক্ষেত্রে সামনে অন্য বিমান এসে পড়ায় সমস্যা হয়েছিল। ফলে বিমানটিকে ৮ হাজার ফুট নীচে নামতে হয়েছিল কিন্তু ১০ সেকেন্ডের মধ্যে পাইলট সব সামলে নিয়েছেন।”
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনায় মুখ্যমন্ত্রী কোমরে আঘাত পান। পাশাপাশি এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিরুদ্ধে নানা প্রশ্ন তুলছেন। কারণ তারা জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কোন রুট দিয়ে আসবে। এরপরেও যাত্রাপথ ফাঁকা রাখা হয়নি।
Sponsored Ads
Display Your Ads Hereঅন্যদিকে ২ রা মার্চ যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসী যাচ্ছিলেন ওই সময় একটি হেলিকপ্টারও তাঁর ব্যক্তিগত বিমানের মুখোমুখি চলে আসে। এর জেরে সেই ঘটনাটিরও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।