নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চিঙ্গিশপুরে মায়ের সাথে ঝগড়া হওয়ায় নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিল মদ্যপ ছেলে। পরে ওই আগুন আরো পাঁচজন প্রতিবেশীর বাড়িতে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত যুবকের নাম কুশ পাহান।
এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন নিয়ে পৌঁছায়। পাশাপাশি এলাকাবাসীরাও আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সহযোগীতা করেন। কিন্তু যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে ছয়টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অল্পের জন্য বাড়ির মানুষ সহ গবাদি পশুদের প্রাণ রক্ষা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বিষয়টি জানাজানি হতেই বালুরঘাটের বিডিও সম্বল ঝাঁ, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। ব্লক প্রশাসনের তরফ থেকে অসহায় পরিবারগুলোর হাতে ত্রিপল, শীতবস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়৷ এদিকে ঘটনার পর থেকেই কুশ পাহান ও তার পরিবারের সদস্যরা পলাতক।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করেছেন। আপাতত বালুরঘাট থানার পুলিশ সমগ্র বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here