নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের আলিগড়ের খাইর থানা এলাকায় থানার মধ্যে পুলিশের উপস্থিতিতেই এক হাড়হিম করা ঘটনা ঘটে গেল। গতকাল মা ও ছেলে পারিবারিক বিবাদ মেটাতে থানায় এসেছিলেন। কিন্তু হঠাৎ ছেলে ওই বিবাদকে কেন্দ্র করে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন। ইতিমধ্যে এই ঘটনাটির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। আর কয়েক জন পুলিশকর্মী এই আগুনে আহত হয়েছেন।
সূত্রের খবর, দীর্ঘ দিন থেকে পারিবারিক একটি সমস্যার কারণে মা হেমলতা দেবী এবং ছেলে গৌরবের মধ্যে অশান্তি চলছিল। এমনকি, মা হেমলতা দেবী গৌরবের নামে থানায় এফআইআরও করেছিলেন। তাই এদিন পুলিশ মা ও ছেলেকে থানায় অশান্তি মেটাতে ডেকে পাঠিয়েছিল। ফলে হেমলতা দেবী গৌরবকে নিয়ে থানায় হাজির হয়েছিলেন। তবে পুলিশের হস্তক্ষেপে সমস্যার সমাধান না হওয়ায় হেমলতা দেবী এবং গৌরব পুলিশের সামনেই বচসা শুরু করেন। এরপর আচমকা ছেলে মায়ের গায়ে পেট্রোল ঢেলে দেন। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই গৌরব হেমলতা দেবীর হাতে থাকা লাইটার নিয়ে আগুন ধরিয়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর হেমলতা দেবী দাউদাউ করে জ্বলতে থাকেন। এই ঘটনার পরই পুলিশকর্মীরা থানার মধ্যে ছুটোছুটি করে বস্তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কেউ আবার বাইরে থেকে বালতি বালতি জল নিয়ে এসে ওই মহিলার গায়ে ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হেমলতা দেবীর শরীরের চল্লিশ শতাংশ ঝলসে গিয়েছিল। যদিও হেমলতা দেবীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত গৌরবকে গ্রেফতার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here