নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের জঙ্গিপুরের সামসেরগঞ্জ থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের লস্করপাড়া এলাকায় জাকির হোসেন ওরফে বিশু নামের এক ব্যক্তি স্ত্রীকে ফেরানোর উদ্দেশ্যে স্ত্রীর বাপের বাড়িতে গেলে সেখানে স্ত্রীকে না দেখতে পেয়ে আচমকা রেগে গিয়ে বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকা তার শ্যালিকা রাশিদাকে প্রথমে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু সে বাধা দেওয়ায় বালিশ দিয়ে তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে শ্যালিকার শ্বাসনালী গলার নলি কেটে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বছর দশেক আগে স্থানীয় প্রতাপপুরের বাসিন্দা পেশায় দিনমজুর জাকির হোসেন নামের ওই ব্যক্তির সঙ্গে মাজেদা বিবির সঙ্গে বিয়ে হয়। বর্তমানে দম্পতির একটি পুত্রসন্তানও আছে। কিন্তু সম্প্রতি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর উপর প্রচণ্ড অত্যাচার করত। তাই বাধ্য হয়ে প্রায় পনেরো দিন আগে মাজেদা বিবি তার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন। কিন্তু তারপর থেকে একাধিকবার স্ত্রীকে বাড়ি ফিরে যাওয়ার কথা বললেও মাজেদা বিবি যেতে রাজি হননি।
কিন্তু তার স্বামী বাপের বাড়িতে এসে যে এমনকাণ্ড ঘটাতে পারে তা বিন্দুমাত্র জানতেন না মাজেদা বিবি। তবে ঘটনার পর থেকেই তার অভিযুক্ত স্বামী পলাতক।
অভিযোগের ভিত্তিতে জঙ্গিপুর জেলা পুলিশ অভিযুক্তের তল্লাশি করার পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীত চেয়ে সরব হয়েছেন তার পরিবার সহ গ্রামবাসীরা।