নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া জগাছার ইছাপুরের পূর্বপাড়ায় কারখানা চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ১ ব্যক্তির। আর তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে ছেলেরও। মৃতরা হলো ৫৮ বছর বয়সী শৈলেন হাজরা ও ২১ বছর বয়সী স্বপ্নিল হাজরা।
জানা গিয়েছে, শৈলেনবাবুর নিজের হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে। আর ওই কারখানাটি চালু করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার পর তাদের প্রথমে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কিন্তু শেষ অবধি চিকিৎসকরা শৈলেনবাবু ও স্বপ্নিলকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে জগাছা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।