মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার গাইঘাটা থানার ধর্মপুর গোপুলে কালীপুজো উপলক্ষ্যে এলাকার একটি মাঠ অনুষ্ঠানের জন্য পরিষ্কার করা হচ্ছিল। কিন্তু ক্লাবের সদস্যরা সেখানকার একটি পরিত্যক্ত ঘরে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে রীতিমতো শিউরে ওঠেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
![](https://indianprimetime.in/wp-content/uploads/2022/09/IMG-20220922-WA0002-212x300.jpg)
মনোজবাবু রঙের কাজ করতেন। পরিবারে কোনো অশান্তিও ছিল না। তবে পাঁচ বছর আগে আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পুলিশের কাছে থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো লাভ হয়নি। কিন্তু নিখোঁজ হওয়ার কারণ সঠিক ভাবে জানা যায়নি।
এদিকে স্থানীয় বাসিন্দা ভরত সরকার জানান, ‘‘মনোজ ধার-দেনার কারণেই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আত্মহত্যা করেছিলেন।’’ তবে এই কঙ্কালটি মনোজেরই কি না তা পুলিশ তদন্ত করে দেখছেন।