Indian Prime Time
True News only ....

সংক্রমণ খানিকটা কমলেও রাজধানীর পরিস্থিতি খুব উদ্বেগজনক

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকালের তুলনায় দেশ জুড়ে করোনা সংক্রমণ ৪৩ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ২৪৭ জন। এদিকে সোমবার ২ হাজার ১৮৩ জন নতুন করে সংক্রমিত হয়েছিলেন। যা রবিবারের তুলনায় প্রায় দ্বিগুণ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। আর দেশে এখনো অবধি করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৯৬৬ জন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৬০ জন। যা মোট করোনা সংক্রমণের ০.০৩ শতাংশ। এছাড়া ৯২৮ জন করোনা সংক্রমিত মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুতরাং সব মিলিয়ে বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

কিন্তু রাজধানী দিল্লির পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। সেখানে ক্রমেই সংক্রমণ বেড়ে চলেছে। দৈনিক করোনা সংক্রমণে প্রথম স্থানে থাকা দিল্লিতে আজ নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫০১ জন। এদিকে দৈনিক করোনা সংক্রমণের স‌ংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে হরিয়ানা রয়েছে। গত ২৪ ঘণ্টায় হরিয়ানায় মোট আক্রান্ত হয়েছেন ২৩৪ জন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored