নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সরকারী নিরদেশিকা অনুযায়ী রাত ১০ টা থেকে নৈশ কার্ফু জারি করা হয়েছে। কিন্তু করোনা বিধিনিষেধ অমান্য করেই রাতেরবেলা প্রায় ১ টা অবধি দোকানপাট খোলা আছে। এছাড়া রাস্তায় দিব্যি টোটো, অটো, বাস, ট্রাক ও ছোটো গাড়ি চলছে।
অনেকে আবার দোকানের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, কোথাও কোনো করোনা বিধিনিষেধ পালন করার বালাই নেই। এমনকি এলাকা সহ ৩৪ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত কোনো পুলিশী নজরদারির ব্যবস্থাও নেই।
এক দোকানদার জানান, “এতো শীতের রাতেরবেলা প্রয়োজনে পড়েই তো সবাই বাইরে বেরিয়েছেন। আমরা না থাকলে চা-বিস্কুটটাও জুটবে না। তাই দোকান খোলা রাখা হয়েছে”। এই চিত্র মুর্শিদাবাদের জঙ্গীপুর, উমরপুর এবং রঘুনাথগ্নজ সহ বিভিন্ন এলাকাতেই দেখা যায়।
অন্যদিকে যেখানে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়ে চলেছে সেখানে এখনো বহু মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। যেখানে অসংখ্য মানুষ মাস্ক পরিহিত নেই এছাড়া কোনোরকম দূরত্ববিধি পালন করার ব্যাপার নেই।