নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার শান্তিপুর হাসপাতালে বিনা চিকিৎসায় সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ উঠলো। ঘটনায় ক্ষোভ প্রকাশ মৃত শিশুর পরিবারের। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবারের মানুষজন। জানা গিয়েছে, নদীয়ার শান্তিপুর থানার বড় কুলিয়া এলাকার বাসিন্দা অর্পিতা সরকারকে গর্ভবতী অবস্থায় সকাল দশটা নাগাদ শান্তিপুর হাসপাতালে ভর্তি করে তার পরিবার।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিজার করতে হলে অন্যত্র স্থানান্তরিত করতে হবে, সেই কথা মেনে নিয়েছিলেন রোগীর পরিবার। পরিবারের দাবি, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার সময় প্রথম রোগীকে দেখতে যান, এরপর ডাক্তারবাবু আর সেখানে যায় না। এরপর শুক্রবার সকাল থেকে ওই রোগীর পেটে ব্যথা শুরু হলে নার্সরাই তাঁকে লেবার রুমে নিয়ে যান। পরবর্তীতে ডাক্তারের অনুপস্থিতিতেই নার্সদের হাতেই বাচ্চা প্রসব হয়। কিন্তু সদ্যোজাতর অবস্থা সঙ্কটজনক ছিল। পরিবারের দাবি, তাকে স্যালাইন দিয়ে রেখে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পরবর্তীতে চিকিৎসককে বিষয়টি জানালে তিনি দুপুর দুটোর সময় গিয়ে সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদ্যসরা। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রসূতির পরিবারের সদস্যরা। রানাঘাট মহকুমা হাসপাতালে সদ্যোজাতর ময়নাতদন্ত হবে।
Sponsored Ads
Display Your Ads Here