Reading Mode

ব্যুরো নিউজঃ ব্রাজিলঃ ২০১৬ সালে নভেম্বর মাসে কোপা সুদামেরিকানা ফাইনাল খেলতে যাওয়ার পথে শাপেকোয়েন্সের বিমান দুর্ঘটনায় ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের সকলেরই প্রাণহানি হয়েছিল। চলতি বছর ফের ব্রাজিলে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ফুটবলার গিলের্মে নোয়ে, লুকাস প্রাক্সেদেস, মার্কাস মোলিনারি, রানুলে। ও ক্লাব প্রেসিডেন্ট লুকাস মেইরা সহ পাইলট ওয়াগনার।

সূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, ব্রাজিলে চতুর্থ সারির দল এই পালামা ফুটবল ক্লাব। গতকাল পালামা শহর থেকে ওই ক্লাবের ৪ জন ফুটবলার ও ক্লাবের প্রেসিডেন্ট একটি প্রাইভেট জেটে ৮০০ কিলোমিটার দূরে ভিলা নোভায় একটি প্রতিযোগীতায় অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। কিন্তু এই বিমানটি টেক অফের কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে ভেঙ্গে পড়ে।

এই ঘটনায় ব্রাজিল তথা সমগ্র ফুটবল বিশ্ব শোকস্তব্ধ। ব্রাজিল ফুটবল ফেডারেশন ফিফা এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।