Indian Prime Time
True News only ....

সংসদে বিরোধীদের বিক্ষোভে সোমবার অবধি মুলতুবি হয়ে গেল অধিবেশন

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বিরোধী সাংসদদের সাসপেনশনেও সংসদ ভবনে শান্তি ফিরল না। লোকসভায় রংবোমা হানার ঘটনার জেরে বিরোধী সাংসদেরা সংসদ চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন। দফায় দফায় অশান্তির জেরে সোমবার অবধি লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে গেল।

আজ সাসপেন্ড হওয়া সাংসদরা সহ বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা সংসদের ভবনের সামনেও বিক্ষোভ দেখান। বিরোধীদের দাবী, ‘‘তিন স্তরের সুরক্ষা বলয় টপকে বুধবারের হানাদারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শীতকালীন অধিবেশনে বিবৃতি দিতে হবে।’’  
- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বিরোধীরা অমিত শাহের বিবৃতি দাবী করে সংসদের দু’কক্ষেই ওয়েলে নেমে শ্লোগান তোলেন। বিজেপির বেঞ্চ থেকেও পাল্টা শ্লোগান ওঠে। বিক্ষোভ সামাল দিতে না পেরে রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড় শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলির জন্য তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ লোকসভায় চোদ্দ জন সাংসদকে সাসপেন্ড করেন।

সাসপেন্ড হওয়া সাংসদের মধ্যে কংগ্রেসের ন’জন, সিপিএমের দু’জন, ডিএমকের দু’জন এবং সিপিআইয়ের এক সাংসদ রয়েছেন। আগামী ২২ শে ডিসেম্বর পর্যন্ত সংসদের বর্তমান শীতকালীন অধিবেশন চলার কথা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ‘‘পনেরো জন বিরোধী সাংসদের সাসপেনশনের জেরে অধিবেশনের বাকি দিনগুলিতেও অশান্তির সম্ভাবনা থাকছে।’’ 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored