চয়ন রায়ঃ কলকাতাঃ দেশের শীর্ষ আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরীর মেয়াদ ৩১ শে আগস্ট অবধি বাড়লো। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের নির্দেশে যোগ্য শিক্ষকদের জন্য মেয়াদ বাড়ানো হলো। এছাড়া নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ার সময়সীমাও বেড়ে ৩১ শে আগস্ট পর্যন্ত হলো।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেল খারিজ হয়েছে। এর জেরে প্যানেলের যোগ্য পনেরো হাজারের বেশী শিক্ষকের চাকরীর মেয়াদ চলতি বছরের ৩১ শে ডিসেম্বর অবধি বহাল থাকবে। তবে গত সপ্তাহে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া স্কুল সার্ভিস কমিশনের যোগ্য শিক্ষকদের চাকরীর মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল। মূলত সুপ্রিম কোর্ট সেই আবেদনে সাড়া দেওয়ায় যোগ্য শিক্ষকরা ২০২৬ সালের ৩১ শে আগস্ট অবধি বেতন পাবেন।










