অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গরমের ছুটি কাটিয়ে অবশেষে আগামী ৫ ই জুন থেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলি খুলতে চলেছে। আর ৭ ই জুন থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবে। আজ রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, তীব্র দাবদাহের কারণে গত ২৪ শে মের পরিবর্তে ২ রা মে থেকে সরকারী বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়েছিল।
মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগাম গরমের ছুটি পড়ে যাওয়ায় পড়াশোনার ক্ষতি হয়েছে। তাই তা পূরণ করতে বিদ্যালয় খুললে শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হবে। অনুমতি না নিয়ে বিদ্যালয় চত্বরের বাইরে যাওয়া যাবে না। টিফিন বিরতির সময় কিভাবে কাজে লাগানো হবে, তা প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী হবে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর দেশে বর্ষা ঢুকতে একটু দেরী হবে। দেশের মধ্যে কেরলে প্রথম বর্ষার প্রবেশ ঘটে। ১ লা জুন বর্ষা আসার স্বাভাবিক সময়। এবার ৪ ঠা জুন কেরলে বর্ষা ঢুকতে পারে। আর ১০ ই জুন পশ্চিমঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময়। কিন্তু চলতি বছর রাজ্যে বর্ষা ঢুকবে কবে তা এখনো অবধি জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here