আগামী সপ্তাহতেই খুলছে বিদ্যালয়
মিনাক্ষী দাসঃ কলকাতাঃ করোনা আবহের জেরে দীর্ঘ দশ মাসের উপর বিদ্যালয় বন্ধ আছে। অনলাইনের মাধ্যমে পঠন-পাঠন চালু থাকলেও এখনো পর্যন্ত বিদ্যালয় খোলেনি। এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রী সহ শিক্ষা ব্যবস্থার যথেষ্ট পতন ঘটেছে।
আজ শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান, “আগামী ১২ ই ফেব্রুয়ারী শুক্রবার থেকে বিদ্যালয় খোলার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিধি মেনেই নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় খোলার চিন্তা-ভাবনা করছে রাজ্য সরকার। যেখানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থিওরি ক্লাসও হবে”।
তবে এই মুহূর্তে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় চালুর কোনো চিন্তা-ভাবনা নেই তা স্পষ্ট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া কোভিড প্রোটোকল মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় খোলার ক্ষেত্রে অভিভাবকদের অনুমোদন নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।