ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ এবার রাশিয়া-ইউক্রেনের সংঘাত থামাতে রাশিয়া-ইউক্রেন আলোচনায় সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব দিলেন।
উলেখ্য যে, গতকাল যুদ্ধের নবম দিনে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে আফ্রিকা, রাশিয়া, সৌদি আরব সহ পশ্চিম এশিয়ার অর্থনীতিও ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Hereএদিকে তেল সরবরাহকারী রাষ্ট্রগোষ্ঠী ‘ওপেক’ এর অন্যতম সদস্য সৌদি আরব। রাশিয়া ওই গোষ্ঠীর পর্যবেক্ষক সদস্য। তাই উভয় দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ দীর্ঘ দিনের। মহম্মদ বিন সলমন ফোনে ভ্লাদিমি পুতিনকে জানান, “তিনি মস্কোর স্বার্থ অক্ষুন্ন রেখেই সমস্যার রাজনৈতিক সমাধানের পথ খোঁজার প্রয়াসে সামিল হতে চান।”
এদিকে বেলারুশ সীমান্তে দ্বিপাক্ষিক প্রতিনিধি স্তরের দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পর গতকাল রাতের বেলা ইউক্রনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যুদ্ধ থামানোর উদ্দেশ্যে ভ্লাদিমি পুতিনের সাথে সরাসরি আলোচনার বসতে চেয়েছেন। কিন্তু ভ্লাদিমি পুতিন ভোলোদিমি জেলেনস্কির ওই প্রস্তাবের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
Sponsored Ads
Display Your Ads Here