নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ অবশেষে আজ এক মাস ধরে হাওড়ার সাঁতরাগাছি সেতুর মেরামতির জন্য তৈরী হওয়া তীব্র যানজটের অবসান হল। ভোরবেলা ৫ টা থেকে সাঁতরাগাছি সেতু পুরোপুরি খুলে দেওয়া হলো। ফলে কলকাতায় ঢোকা ও বেরনো দু’দিকেই স্বাভাবিক যান চলাচল দেখা গেল।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
প্রসঙ্গত, সাঁতরাগাছি সেতুর এক্সপ্যানসন জয়েন্টগুলি খারাপ হযওয়ায় গত ১৯ শে নভেম্বর থেকে সেতু মেরামতের কাজ চলার জন্য সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। রাতেরবেলা ১১ টা থেকে ভোরবেলা ৫ টা অবধি পণ্যবাহী গাড়ির যাতায়াতও বন্ধ করে দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বড়দিনের আগেই কাজ শেষ হয়েছে।
ফলে সাঁতরাগাছি সেতু সম্পূর্ণ ভাবে খুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দু’দিন আগে থেকেই ধীরে ধীরে সেতুর উপর থেকে যন্ত্রপাতি সরাতে দেখা গিয়েছিল। গতকাল জেলার পুলিশ সেতুতে ড্রোনের মাধ্যমে নজরদারিও চালান। এ নিয়ে রাজ্যের পূর্তমন্ত্রী জানান, “সেতু সংস্কারের কাজ শেষ হয়েছে। শুক্রবার থেকেই স্বাভাবিক ভাবে সাঁতরাগাছি সেতুতে যান চলাচল করবে।
বড়দিনের আগে সেতু খুললে যাত্রীরা যানজটের হয়রানি থেকে মুক্তি পাবে।” উল্লেখ্য যে, সাঁতরাগাছি সেতু কলকাতায় প্রবেশ করার অন্যতম পথ। প্রতিদিন প্রায় ৮০ হাজার গাড়ি সেতু দিয়ে যাতায়াত করে। তাই এমন গুরুত্বপূর্ণ সেতুতে সংস্কারের কাজ চলায় যানজটের জেরে নিত্য যাত্রীদের চরম অশান্তির শিকার হতে হচ্ছিল।